
বশিরুল আলম,আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জামজামী ইউনিয়নের মধুপুর এলাকায় অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে এক ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার
(৮ জানুয়ারি ) দুপুরে পরিচালিত এ অভিযানে ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন, ২০১৩ এর ৪ ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় কে এন বি ইটভাটার মালিককে এ অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট এ এস এম শাহেনেয়াজ মেহেদি। অভিযানে দেখা যায়, প্রয়োজনীয় অনুমোদন ও আইনগত শর্ত পূরণ না করেই দীর্ঘদিন ধরে ইটভাটাটি পরিচালিত হয়ে আসছিল, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। নির্বাহী ম্যাজিস্টেট জানান, অবৈধ ইটভাটা পরিবেশ দূষণ, ফসলি জমির ক্ষতি ও জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। সরকারের নির্দেশনা অনুযায়ী এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় অবৈধ ইটভাটার কারণে কৃষিজমি নষ্ট হওয়া ছাড়াও আশপাশের বসতবাড়িতে ধোঁয়া ও কালো ছাইয়ের প্রভাব পড়ছিল। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন অমান্য করে কেউ ইটভাটা পরিচালনা করলে ভবিষ্যতেও জরিমানা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



Discussion about this post