
নিজস্ব প্রতিবেদক:- গাজীপুর মহানগরীর কোনাবাড়ির দেওয়ালিয়াবাড়ি এলাকায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনীর ৬ টি ইউনিট। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল সোয়া ৪ টার দিকে ওই আগুনের সূত্রপাত হয়৷ স্থানীয় ও দমকল বাহিনীর সূত্রে জানা যায়, মহানগরীর দেওয়ালিয়াবাড়ি কাঁঠালতলা এলাকায় অবস্থিত ঝুটের গোডাউনে আজ বৃহস্পতিবার বিকেলে আগুন লেগেছে। প্রথমে স্থানীয়রা ওই গোডাউনে ধোঁয়া দেখতে পায়৷ মুহুর্তের মধ্যে আগুন আশপাশের বেশ কয়েকটি গোডাউনে ছড়িয়ে পড়ে। পরে লোকজন দমকল বাহিনীকে ফোন দেয়৷ পরে খবর পেয়ে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে আসে৷ পরে আগুনের তিব্রতা বাড়লে সারাবো ও ডিবিএল ফায়ার স্টেশন থেকে আরও ৪ টি ইউনিট ঘটনাস্থলে আসে। বর্তমানে তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে৷



Discussion about this post