
নিজস্ব প্রতিবেদক:- সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও তারেক রহমানের উত্তরবঙ্গ সফর উপলক্ষে গাজীপুর মহানগরের কোনাবাড়ি, কাশিমপুর ও বাসন থানার আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৮জানুয়ারি) সকালে কোনাবাড়ি ডিগ্রি কলেজ মাঠে এই দোয়া ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে ও কোনাবাড়ি থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাঈদুল আলম বাবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, কার্যনির্বাহী কমিটির সদস্য ডাক্তার মাজহারুল আলম, গাজীপুর-১ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমান।
এ ছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোনাবাড়ি থানা বিএনপির সভাপতি ইদ্রিস আলী সরকার, বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ, সাবেক সাধারণ সম্পাদক মুসলেম উদ্দীন চৌধুরী মুসা, কোনাবাড়ি থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভিরুল ইসলাম রাজীব, মিয়া ফরহাদ হোসেনসহ গাজীপুর মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে বিশেষ দোয়া ও তবারক বিতরণ করা হয়।



Discussion about this post