
নিজস্ব প্রতিবেদক :: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঢাকা ব্যাটালিয়নের-৫ এর উদ্যোগে রাজধানীর ঢাকার গাবতলীর কাঁচাবাজার এলাকায় ৩০০ জন অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ঢাকা ব্যাটালিয়নের (৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তৈমুর হাসান খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আফিক হাসান এবং সহকারী পরিচালক দেলোয়ার হোসেনসহ বিজিবির বিভিন্ন পদবির সৈনিকরা উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণকালে লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান খাঁন বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ ও জরুরি পরিস্থিতি মোকাবেলায় সব সময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
গত কয়েক দিন ধরে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় প্রচণ্ড শীতে অসহায় মানুষগুলো কষ্ট পাচ্ছে। সারা দেশে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে এসব অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বিজিবি। এরই ধারাবাহিকতায় ৩০০ জন অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হলো।



Discussion about this post