প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৬, ১:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৮, ২০২৬, ৩:২৯ অপরাহ্ণ
ঝিনাইদহে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় গণ দোয়া মাহফিল

মোঃ ফজলুল কবির গামা, বিশেষ প্রতিনিধি:- বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ঝিনাইদহে গণ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৭ জানুয়ারি) বিকাল ৪টায় শহরের উজির আলী স্কুল মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে বিকাল থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে দোয়া মাহফিলে অংশ নিতে দলীয় নেতাকর্মীরা শহরের উজির আলী স্কুল মাঠে সমবেত হতে শুরু করে। দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন স্তরের সাধারণ মানুষ দোয়া অনুষ্ঠানে অংশ নেন। এ সময় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রনক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, জেলা ছাত্রদলের সভাপতি সমীনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে উপস্থিত মুসল্লি ও নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন। এ ছাড়া দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]