
বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর এক্সচেঞ্জপাড়া ঐক্য পরিষদের উদ্যোগে এক পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৯ জানুয়ারি) সকাল থেকে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে এলাকার প্রধান সড়ক, ড্রেন ও আশপাশের জমে থাকা আবর্জনা পরিষ্কার করা হয়। ঐক্য পরিষদের নেতৃবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সম্মিলিত প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই পুরো এলাকা পরিচ্ছন্ন হয়ে ওঠে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোবিন্দপুর এক্সচেঞ্জপাড়া ঐক্য পরিষদের সভাপতি নয়ন, সাধারণ সম্পাদক তৌহিদ হাসান, কোষাধ্যক্ষ মতিয়ার রহমান। এছাড়াও উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন আনিসুর রহমান, শামসুদ্দিন মন্ডল ও আব্দুল কুদ্দুস। কর্মসূচিতে আরও অংশ নেন আনিস মাস্টার, তামজিদ হাসান আবিরসহ এলাকার বিভিন্ন বয়সী মানুষ। ঐক্য পরিষদের সভাপতি নয়ন বলেন, “পরিচ্ছন্নতা শুধু একটি দিনের কর্মসূচি নয়, এটি আমাদের প্রতিদিনের অভ্যাস হওয়া উচিত। সবাই সচেতন হলে এলাকাকে সুন্দর ও স্বাস্থ্যকর রাখা সম্ভব।”
সাধারণ সম্পাদক তৌহিদ হাসান বলেন, “আমাদের এই উদ্যোগের মাধ্যমে এলাকার মানুষকে পরিচ্ছন্নতা সম্পর্কে উদ্বুদ্ধ করাই মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।”উপদেষ্টা আনিসুর রহমান বলেন, “গোবিন্দপুর এক্সচেঞ্জপাড়া ঐক্য পরিষদ একটি সামাজিক ও মানবিক সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছে। পরিচ্ছন্নতা মানুষের সুস্বাস্থ্য ও সুন্দর জীবনের অন্যতম পূর্বশর্ত। আজকের এই কর্মসূচি প্রমাণ করে, সবাই একসাথে উদ্যোগ নিলে অল্প সময়েই বড় পরিবর্তন আনা সম্ভব।”এলাকাবাসী ঐক্য পরিষদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের সামাজিক কার্যক্রম এলাকাকে শুধু পরিচ্ছন্নই করে না, বরং সমাজে সচেতনতা তৈরি করে এবং তরুণ প্রজন্মকে সামাজিক কাজে আগ্রহী করে তোলে।



Discussion about this post