প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৬, ২:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৯, ২০২৬, ১:৪৯ অপরাহ্ণ
ছাত্রদল নেতা জাহিদ হাসান শুভর বহিষ্কারাদেশ প্রত্যাহার

বশিরুল আলম,আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী চুয়াডাঙ্গা জেলা শাখার অধীনস্থ আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভর সাংগঠনিক পদের ওপর আরোপিত সাময়িক অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে।এর ফলে আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো ধরনের বিধিনিষেধ থাকছে না। কেন্দ্রীয় নেতৃত্বের এই সিদ্ধান্তকে সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন নেতাকর্মীরা।বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির শুক্রবার (৯ জানুয়ারি) এ সিদ্ধান্তের অনুমোদন দেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ছাত্রদলের আদর্শ, শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই কেন্দ্রীয় সংসদ এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংহত ও গতিশীল করতে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়। এ বিষয়ে ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সন্তোষ প্রকাশ করে বলেন, নেতৃত্বের প্রতি আস্থা রেখে সাংগঠনিক দায়িত্ব পালনে সবাই আরও সক্রিয় ভূমিকা রাখবে।প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মোঃ জাহাঙ্গীর আলম।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]