
হানিফ পাঠান, গাজীপুর:- টঙ্গীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআন তেলাওয়াত ও এক বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে টঙ্গীর দারুল উলুম মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। টঙ্গী পূর্ব থানা সেচ্ছাসেবক দলের সভাপতি আরিফুল ইসলাম সুবেল এর সভাপতিত্বে ও টঙ্গী পূর্ব থানা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন দীপুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার। তিনি তার বক্তব্যে বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব এবং দেশের গণতন্ত্র রক্ষায় তার অসামান্য অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন দেশপ্রেম ও সাহসের প্রতীক। তার আদর্শকে বুকে নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা আহবায়ক রাশেদুল ইসলাম কিরন, টঙ্গী পশ্চিম থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক। ৪৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি লিয়াকত হোসেন। মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক ফয়সাল হোসেন,৪৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোহেল, টঙ্গী পশ্চিম থানা যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আজিজুর রহমান টিপুসহ গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা বিএনপি, স্বেচ্ছাসেবক দল এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।আলোচনা সভায় স্থানীয় নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোকপাত করেন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। আলোচনা সভা শেষে এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির কল্যাণ এবং উত্তরোত্তর সমৃদ্ধি প্রার্থনা করা হয়। এ সময় উপস্থিত শত শত নেতাকর্মী আবেগাপ্লুত হয়ে মোনাজাতে শরিক হন। স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতৃবৃন্দ জানান, বেগম খালেদা জিয়ার স্মৃতিকে অম্লান রাখতে এবং তার আদর্শ বাস্তবায়নে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।



Discussion about this post