প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৬, ১০:০২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১০, ২০২৬, ৪:১২ পূর্বাহ্ণ
চুয়াডাঙ্গায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকলের অভিযোগে আটক ২

বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:- প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে চুয়াডাঙ্গায় দুই পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রে নকল এমসিকিউ শিট ও স্মার্ট ওয়াচ নিয়ে প্রবেশের সময় তাদের আটক করা হয়। শুক্রবার (৯ জানুয়ারি) চুয়াডাঙ্গা জেলার দুটি পৃথক পরীক্ষাকেন্দ্র থেকে ওই দুই পরীক্ষার্থীকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—চুয়াডাঙ্গা আদর্শ মহিলা কলেজ কেন্দ্র থেকে আশিকুর রহমান এবং পৌর ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে উম্মে রুমানা খানম অনিমা। পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা আদর্শ মহিলা কলেজে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সময় আশিকুর রহমানের কাছে নকল এমসিকিউ শিট পাওয়া যায়। অপরদিকে পৌর ডিগ্রি কলেজ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা উম্মে রুমানা খানম অনিমার কাছে একটি স্মার্ট ওয়াচ দেখতে পেয়ে তাকে আটক করেন। পরবর্তীতে কেন্দ্র কর্তৃপক্ষ বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করলে পরীক্ষার নিয়ম ভঙ্গের দায়ে তাদের আটক করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। উল্লেখ্য, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। যেকোনো ধরনের অসদুপায় অবলম্বনের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা ছিল।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]