
বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে: তীব্র শীতের দাপটে যখন বিপর্যস্ত নিম্নআয়ের ও অসহায় মানুষ, ঠিক তখনই মানবিক উদ্যোগ নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক সংগঠন “আমরা আলমডাঙ্গার সন্তান”। শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় সংগঠনটির উদ্যোগে আলমডাঙ্গা উপজেলার শীতার্ত ও দরিদ্র মানুষের জন্য ২৫০টি কম্বল আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার-এর হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। এসব কম্বল উপজেলার বিভিন্ন এলাকার অসহায় মানুষের মাঝে বিতরণ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন ডাঃ মঞ্জুরুল ইসলাম বেলু, ডাঃ শেখ ওবায়দুল্লাহ, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোঃ বশিরুল আলম, সাবেক সভাপতি খোন্দকার শাহ আলম মন্টু, সিনিয়র সাংবাদিক রহমান মুকুল, সোহেল হুদা, শরীফুল ইসলাম রোকন, কলিনসহ আরও অনেকে। এছাড়াও উপস্থিত ছিলেন বাবলু, নজরুল ইসলাম বুলু, রঞ্জু প্রমুখ। দীর্ঘদিন ধরে অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক উন্নয়নমূলক সংগঠন হিসেবে “আমরা আলমডাঙ্গার সন্তান” আলমডাঙ্গার মানুষের কল্যাণে কাজ করে আসছে। শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘব করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ। সংগঠনটির অন্যতম সংগঠক ও গ্রুপ কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল মামুন (সোহেল) মুঠোফোনে বলেন, “এই তীব্র শীতে আলমডাঙ্গার শীতার্ত মানুষের জন্য আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। যারা এই মানবিক কাজে সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞ।” তিনি আরও জানান, ভবিষ্যতেও সংগঠনের পক্ষ থেকে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক নানা কর্মসূচি গ্রহণের পরিকল্পনা রয়েছে। স্থানীয়দের মতে, সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর এমন মানবিক প্রচেষ্টা শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শীতের রাতে একটি কম্বল শুধু শরীর নয়, উষ্ণ করে মানবিকতার অনুভূতিও। এই উদ্যোগের মাধ্যমে আবারও প্রমাণ হলো—মানুষের পাশে দাঁড়াতে বড় আয়োজন নয়, প্রয়োজন কেবল আন্তরিকতা ও দায়বদ্ধতা।



Discussion about this post