
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরে এনসিপি নেতার ছিনতাই হওয়া মোটরসাইকেল ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বৃহস্পতিবার দুপুরে ক্রেতার ছদ্মবেশে অজ্ঞাতনামা দুই ব্যক্তি গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকার যৌগীতলা থেকে এনসিপি নেতা হাবিবুরের মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়। মোটরসাইকেল ছিনতাই করার সময় অপরাধীরা ফাঁকা গুলিও ছোড়ে। মোটরসাইকেল ছিনতাইয়ের পর গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তা উদ্ধার এবং আসামী গ্রেফতার ও তাদের ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধারে ছায়া তদন্ত শুরু করে। পরে তথ্য প্রযুক্তির সাহায্যে শুক্রবার (৯ জানুয়ারি) ঢাকা মহানগরীর দক্ষিণ থানাধীন আশকোনা এলাকা থেকে লুকানো অবস্থায় মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। মোটরসাইকেল উদ্ধারের বিষয়টি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ নিশ্চিত করেছেন। গাজীপুর জিএমপি পুলিশ জানায়, মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে দুই আসামী এবং অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। অন্যদিকে, এনসিপি নেতার মোটরসাইকেল ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার হলেও, গাজীপুরে কর্মরত সময় টেলিভিশনের চিত্র সাংবাদিক জুনায়েদ রুবেলের চুরি হওয়া বাজাজ ব্র্যান্ডের ১৫০ সিসি মোটরসাইকেল দুই মাসেও উদ্ধার হয়নি। দুই মাস গাজীপুর মহানগরীর সদর থানা এলাকা থেকে তার মোটরসাইকেলটি চুরি হয়। পরে তিনি মহানগরীর সদর থানায় আইনানুগ ব্যবস্থা নেন। সাংবাদিক জুনায়েদ রুবেল ও তার সহকর্মীরা চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে সহযোগিতা ও দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন। দীর্ঘ সময় ধরে মোটরসাইকেল উদ্ধার না হওয়ায় তিনি বিষয়টি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীরও অবহিত করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জিএমপি পুলিশকে মৌখিকভাবে মোটরসাইকেল উদ্ধারের নির্দেশ দেন। গাজীপুরের সাংবাদিক সমাজ স্থানীয় প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন, প্রায় দুই মাস আগে চুরি হওয়া সাংবাদিক জুনায়েদ রুবেলের মোটরসাইকেল দ্রুত সময়ে উদ্ধারের ব্যবস্থা করার জন্য।



Discussion about this post