
হানিফ পাঠান, গাজীপুর : গাজীপুর আদালতে হাজিরা দিতে গেলে বিবাদীদের সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন আব্বাস আলী নামে এক ব্যক্তি। আদালত চত্বরে সংঘটিত এই হামলায় তিনি গুরুতর আহত হন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা–সিলেট মহাসড়কের টঙ্গী আমতলী ও নিমতলি এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকাল থেকে টঙ্গী কালীগঞ্জ মহাসড়কের নিমতলি এলাকায় আব্বাস আলীর পরিবার-পরিজন, স্বজন ও এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষসহ প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, স্থানীয় সন্ত্রাসী, চাঁদাবাজ ও ভূমিদস্যু আইয়ুব আলীর নেতৃত্বে আদালতের ভেতরেই আব্বাস আলীর ওপর হামলা চালানো হয়। এ সময় তাকে নির্মমভাবে মারধর করা হলে তিনি গুরুতর আহত হন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান পরিবারের সদস্যরা। ভুক্তভোগীর স্ত্রী মানববন্ধনে বলেন, “আমার স্বামী আদালতে ন্যায়বিচার পেতে গিয়েছিলেন। সেখানেই সন্ত্রাসীরা তাকে হত্যা করার উদ্দেশ্যে মারধর করেছে। এখনও তার অবস্থা খুবই গুরুতর। আমরা এই ঘটনার সঙ্গে জড়িত সকল সন্ত্রাসীর দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।” মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা আরও জানান, দীর্ঘদিন ধরে আইয়ুব আলী এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও ভূমিদস্যুতার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আসছে। তার বিরুদ্ধে কেউ মুখ খুললেই হামলার শিকার হতে হয়। অবিলম্বে তাকে গ্রেপ্তার না করা হলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতি ঘটবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী আইয়ুব আলীর ছবিসংবলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন, যেখানে তার গলায় জুতা ঝুলানো ছবি ব্যবহার করে গ্রেপ্তারের দাবি জানানো হয়। মানববন্ধন থেকে বক্তারা হামলার সঙ্গে জড়িত সকল সন্ত্রাসীর দ্রুত গ্রেপ্তার, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।



Discussion about this post