
নিজস্ব প্রতিবেদক:-গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন কলেজ গেট এলাকায় ফুটপাত দিয়ে হাঁটার সময় ডিমের দোকান থেকে ছিটকে পেলা ফুটন্ত গরম পানিতে দগ্ধ হয়ে এক পথশিশু গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৫টা ৫০ মিনিটের দিকে। প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজ গেট এলাকায় ফুটপাত দিয়ে পথচারী চলাচলের সময় হঠাৎ করে ফুটপাতের পাশে অবস্থিত একটি ডিমের দোকান থেকে ফুটন্ত গরম পানি এক শিশুর শরীরের ওপর পড়ে। এতে শিশুটি তৎক্ষণাৎ গুরুতরভাবে দগ্ধ হয়ে আহত হয়ে পড়ে। আহত অবস্থায় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে পাশের এশিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটির শারীরিক অবস্থা বিবেচনায় তাকে ভর্তি করেন। বর্তমানে শিশুটি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত শিশুটির নাম মোঃ ইয়াসিন (৬)। তাঁর পিতার নাম বাকির হোসেন। তাঁরা নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার বাসিন্দা।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহিন খান বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি জানার পর আমি আমাদের অফিসারদের ঘটনাস্থলে পাঠিয়েছি। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শিশুটির শারীরিক অবস্থা দেখে আমরা গভীর দুঃখ প্রকাশ করছি।” এদিকে জনসাধারণের চলাচলের ফুটপাতের পাশে এভাবে গরম পানি ব্যবহার করায় দোকানটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তারা এমন অবহেলাজনিত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সাথে ফুটপাত দখল ও ইজারার ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা নিশ্চিতের দাবি সচেতন মহলের।



Discussion about this post