প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৬, ৫:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১০, ২০২৬, ২:১২ অপরাহ্ণ
অচিরেই নাটোর সদর হাসপাতালে চার শয্যার আইসিইউ ইউনিট ও কিডনী ডায়ালোসিস কার্যক্রম চালু হবে: সচিব সাইদুর রহমান

আল আমিন, নাটোর প্রতিনিধি :- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান বলেছেন,নতুন জনবল নিয়োগ করে ২৫০ শয্যা বিশিষ্ট নাটোর আধুনিক সদর হাসপাতালে অচিরেই চার শয্যার আইসিইউ ইউনিট ও কিডনী ডায়ালোসিস কার্যক্রম শুরু করা হবে।সেই সাথে কার্ডিলজিষ্ট নিয়োগ করে সিসিইউ ইউনিট চালু করা হবে। আজ দুপুরে সদর হাসপাতাল পরিদর্শনকালে সচিব এ কথা জানান। আজ শনিবার দুপুর ২ টায় নাটোর নার্সিং ইনষ্টিটিউট হলরুমে ‘প্রবীণ মানসিক স্বাস্থ্য ও সার্ভিস রুলস’ শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে সচিব বলেন,প্রবীণরা আমাদের পরিবারের ভিত্তি এবং আমাদের পথ প্রদর্শক। তাই তাদের স্বাস্থ্য সেবায় সম্মানের সাথে যত্ন নিশ্চিত করতে হবে। তিনি বলেন, প্রবীণরা বার্ধক্যে শারিরিক দূর্বলতার পাশাপাশি মানসিকভাবে বেশী নির্ভরশীল হন। পরিবারে তাদের পাশে থেকে তাদের একাকিত্ব দূর করতে হবে। আর অসুস্থ্য হয়ে হাসপাতালে আসলে তাদের সাথে দরদ দিয়ে যত্ন করতে হবে। এটি আমাদের চাকুরীর দায়িত্ব পালনের পাশাপাশি অমূল্য ইবাদত। নাটোরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফীনের সভাপতিত্বে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সারোয়ার, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) ডা. মঈনুল আহসান, স্বাস্থ্য সেবা বিভাগের উপ সচিব মো. গোলাম কিবরিয়া । স্বাস্থ্য সেবা বিভাগের সচিব নব নির্মিত নাটোর নার্সিং ইনষ্টিটিউট পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, নার্সিং ডিপ্লোমার শিক্ষা কার্যক্রম অচিরেই শুরু হতে যাচ্ছে। পাশাপাশি এই ইনষ্টিটিউটে নার্সিং কলেজের কার্যক্রম চালুর উদ্যোগ গ্রহন করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]