রুবিয়া বেগম, শ্রীপুর:- গাজীপুরের শ্রীপুর পৌরসভার বৈরাগীচালা এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র দেখিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার (১০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন অভিযুক্তরা সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে জমি দখলের চেষ্টা চালায়। এ সময় তারা প্রতিপক্ষকে ভয়ভীতি প্রদর্শন করে এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তবে বড় ধরনের সংঘর্ষের আগেই অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে।
এ বিষয়ে ভুক্তভোগী পক্ষ জানায়, তারা দীর্ঘদিন ধরে ওই জমিটি ভোগদখল করে আসছেন এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সমস্যার সমাধান চাইলেও প্রতিপক্ষ জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছে।
ঘটনার বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫