প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৬, ৫:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১১, ২০২৬, ৭:০১ পূর্বাহ্ণ
আলমডাঙ্গার দর্শণীয় স্থান উন্নয়নে প্রশাসকের সরজমিন পরিদর্শন

বশিরুল আলম,আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:- নাগরিকদের জন্য পরিচ্ছন্ন, সুন্দর ও পরিবেশবান্ধব নগর গড়ে তোলার লক্ষ্যে আলমডাঙ্গা পৌর এলাকার গুরুত্বপূর্ণ ও দর্শণীয় স্থানগুলোর পরিস্কার-পরিচ্ছন্নতা এবং সৌন্দর্য্য বর্ধনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।এরই ধারাবাহিকতায় শনিবার (১০ জানুয়ারি) আলমডাঙ্গা পৌরসভার সন্মানিত প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জনাব পান্না আক্তার মহোদয় পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা জি কে ক্যানেল ও আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন সরজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি জি কে ক্যানেলের বর্তমান অবস্থা, আশপাশের পরিবেশ, ময়লা-আবর্জনা অপসারণ ব্যবস্থা ও সৌন্দর্য্য বর্ধনের সম্ভাব্য দিকগুলো ঘুরে দেখেন। একইসঙ্গে রেলওয়ে স্টেশন এলাকায় পরিস্কার-পরিচ্ছন্নতা, যাত্রীদের চলাচল ব্যবস্থা এবং নান্দনিক পরিবেশ সৃষ্টির বিষয়ে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, “আলমডাঙ্গাকে একটি পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন পৌরসভা হিসেবে গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম এবং পরিকল্পিত সৌন্দর্য্য বর্ধনের মাধ্যমে শহরের পরিবেশ উন্নত করা হবে।”তিনি দ্রুত সময়ের মধ্যে ময়লা অপসারণ, অবৈধ স্থাপনা চিহ্নিতকরণ, সবুজায়ন বৃদ্ধি এবং নাগরিক সচেতনতা বৃদ্ধিতে কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেন।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত তদারকি ও বাস্তবভিত্তিক পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে আলমডাঙ্গার গুরুত্বপূর্ণ স্থানগুলো নতুন রূপ পাবে এবং নাগরিকদের জীবনমান উন্নত হবে। পরিদর্শন শেষে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দ্রুত কার্যক্রম শুরু করার নির্দেশ প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]