প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৬, ২:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১১, ২০২৬, ৭:০২ পূর্বাহ্ণ
বিএনপি ক্ষমতায় গেলে খেলোয়াড়দের জন্য সরকারি ভাতার ব্যবস্থা করবে- দুলু

আল আমিন, নাটোর প্রতিনিধি :- বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী নাটোর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, গত ১৭ বছর দেশে খেলাধুলাও রাজনীতিকরণ করা হয়েছিল। তখন আওয়ামীলীগপন্থী না হলে ভালো খেলোয়ার হওয়ার পরেও ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল টিমে অংশগ্রহণ করতে পারতো না। আজ শনিবার নাটোর শহরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি টি -২০ ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, খেলোয়াড়রা আমাদের দেশের গর্ব। এই খেলোয়াড়রা যখন খেলার জীবন শেষ করে অবসরে যায় তখন তাদের অনেককে অর্থের জন্য কষ্টে জীবন পার করতে হয়। একজন ন্যাশনাল বা ইন্টারন্যাশাল খেলোয়াড় অবসর নিলে যেন সরকারি ভাতা পান তার ব্যাবস্থা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় গেলে করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, সদস্য নাসিম উদ্দিন নাসিম, আরাফাত রহমান কোকো স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এর আহ্বায়ক মোঃ বাদশা আলম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রাকিবুল হাসান ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য ফয়জুল হক শামিম এবং মোঃ মামুন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]