প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৬, ১:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১১, ২০২৬, ৭:০৩ পূর্বাহ্ণ
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত উপ-কমিটি গঠনসহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে : চুয়াডাঙ্গা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপ-কমিটি গঠন, অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনসহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। চুয়াডাঙ্গা প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি নাজমুল হক স্বপন। সভা শুরুর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দপ্তর সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দ্দার। পরবর্তীতে নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহ আলম সনি-এর সঞ্চালনায় নির্ধারিত এজেন্ডা অনুযায়ী কার্যনির্বাহী কমিটির সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে তিনটি গুরুত্বপূর্ণ উপ-কমিটি গঠন করা হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান আগামী ১৭ জানুয়ারি চুয়াডাঙ্গা প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে প্রেসক্লাবের দাতা সদস্য আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক সিআইপি এবং মাহমুদ হাসান খান বাবু বিজিএমইএর সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁদের সম্মাননা প্রদান করার সিদ্ধান্তও গৃহীত হয়। গঠিত উপ-কমিটিসমূহ ক্রয় ও নির্মাণ সংক্রান্ত উপ-কমিটি : আহ্বায়ক : সহ-সভাপতি রফিক রহমান সদস্য : অর্থ সম্পাদক জামান আখতার দপ্তর সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দ্দার সহ-সাধারণ সম্পাদক জহির রায়হান সোহাগ কার্যনির্বাহী সদস্য রিফাত রহমান শৃঙ্খলা উপ-কমিটি : আহ্বায়ক : কার্যনির্বাহী সদস্য রাজীব হাসান কচি সদস্য : সাংবাদিক সমিতির সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম কার্যনির্বাহী সদস্য বিপুল আশরাফ অনুষ্ঠান ও সাংস্কৃতিক উপ-কমিটি : আহ্বায়ক : প্রচার-প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক মাহফুজ মামুন সদস্য : কার্যনির্বাহী সদস্য খাইরুজ্জামান সেতু, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হুসাইন মালিক। প্রেসক্লাবের কল্যাণ তহবিল পরিচালনায় দায়িত্ব পালন করবেন—সভাপতি নাজমুল হক স্বপন,সাধারণ সম্পাদক শাহ আলম সনি, সাংবাদিক সমিতির সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হুসাইন মালিক কার্যনির্বাহী সদস্য সরদার আল আমিন,কার্যনির্বাহী সদস্য রাজীব হাসান কচি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]