প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৬, ১:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১১, ২০২৬, ৭:০৬ পূর্বাহ্ণ
আলমডাঙ্গা উপজেলা জামায়াতের ভোটকেন্দ্র পরিচালকদের নিয়ে প্রস্তুতি সভা

বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেছেন, দেশের মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেতে মুখিয়ে আছে। জনগণের আমানত রক্ষায় আপনাদের ময়দানে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে। শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় আলমডাঙ্গা উপজেলা জামায়াতের নিজস্ব কার্যালয়ে আয়োজিত ভোটকেন্দ্র পরিচালকদের নিয়ে এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হোসাইন টিপু, জেলা আইন ও আদালত সম্পাদক নাগদাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল ও নায়েবে আমির ইউসুফ আলী। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট রাসেল আরও বলেন, নির্বাচনী পরিস্থিতি যাই হোক না কেন, কোনো উস্কানিতে পা দেওয়া যাবে না। আমরা গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পন্থায় জনগণের রায় নিশ্চিত করতে চাই। উপজেলা সহকারি সেক্রেটারি তরিকুল ইসলাম, অফিস সম্পাদক রফিকুল ইসলামসহ সভায় উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় নির্বাচনী এলাকার প্রতিটি কেন্দ্রের ব্যবস্থাপনা ও পোলিং এজেন্টদের দিকনির্দেশনা প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]