প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৬, ২:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১১, ২০২৬, ৭:০৭ পূর্বাহ্ণ
আলমডাঙ্গায় বিশেষ অভিযানে নাশকতা মামলার আসামি গ্রেপ্তার গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু তাহের আবু আদালতে সোপর্দ

বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় থানা পুলিশের বিশেষ অভিযানে নাশকতা মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবু তাহের আবু (৬২)। পুলিশ সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা থানার এসআই (নিঃ) এম এম নিয়ামুর হক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় বড় গাংনী এলাকা থেকে আবু তাহের আবুকে গ্রেপ্তার করা হয়। আবু তাহের আবু আলমডাঙ্গা থানার এফআইআর নং-১০, তারিখ-১০/১১/২০২৪ মামলার এজাহারভুক্ত আসামি। মামলায় তাঁর বিরুদ্ধে পেনাল কোডের ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৪২৭/৩৭৯/৫০৬/১১৪/৩৪ ধারা এবং The Explosive Substances Act, 1908-এর ৩/৪/৬ ধারা অন্তর্ভুক্ত রয়েছে।
পুলিশ জানায়, নাশকতা, সহিংসতা, ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য সংক্রান্ত অভিযোগে দায়ের করা ওই মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর শনিবার (১০ জানুয়ারি ২০২৬) তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয় থাকা আবু তাহের আবুর গ্রেপ্তারের ঘটনায় আলমডাঙ্গার রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতা দাবি করেছেন, বর্তমান পরিস্থিতিতে তাদের নেতাকর্মীরা হয়রানির শিকার হচ্ছেন। তবে তারা আইনি প্রক্রিয়ার ওপর আস্থা রাখার কথাও জানান। অন্যদিকে সচেতন মহল বলছে, নাশকতা ও সহিংসতার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় নির্বিশেষে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা জরুরি।
আলমডাঙ্গা থানা পুলিশের এক কর্মকর্তা জানান,“বিশেষ অভিযানের অংশ হিসেবে তদন্তে প্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী সব কার্যক্রম চলমান রয়েছে।” স্থানীয়দের দৃষ্টি এখন আদালতের বিচারিক প্রক্রিয়ার দিকে। এই মামলার অগ্রগতি আগামী দিনে এলাকার রাজনৈতিক পরিস্থিতিতে কী প্রভাব ফেলে, সেটিই এখন দেখার বিষয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]