
নিজস্ব প্রতিনিধি, গাজীপুর: গাজীপুর মহানগরীর গাছা থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চারজন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন— ৩৪নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. আঃ ছামাদ মণ্ডল (৫০), ৩৫নং ওয়ার্ড আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক মো. সোহাগ (৩৫), ৩৪নং ওয়ার্ড কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মো. আকরাম হোসেন (২৭) এবং ৩৬নং ওয়ার্ড আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্য সচিব মো. মিজানুর রহমান (৩৩)। গাছা থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. সাইফুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে গত ৮ ও ৯ জানুয়ারি বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর/২০২৫ ভোরে আসামিরা নিষিদ্ধ সংগঠনের সদস্য হিসেবে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, জননিরাপত্তা বিঘ্নিত করা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে একত্রিত হয়েছিলেন। প্রজাতন্ত্রের সম্পত্তির ক্ষতিসাধন ও সন্ত্রাসী কর্মকাণ্ডে প্ররোচনা দেওয়ার অভিযোগে তাঁদের বিরুদ্ধে গাছা থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর একাধিক ধারায় মামলা করা হয় (মামলা নং-১৮)। তদন্তকারী কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃত আসামি ছামাদ মণ্ডলকে উত্তর খাইলকুর এবং মো: সোহাগ ও মো: আকরাম হোসেন দেরকে হাজীর পুকুর এলাকা থেকে আটক করা হয়। সর্বশেষ আসামি মিজানুর রহমানকে ইছর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও সন্ত্রাসী কার্যে অর্থায়নের বিষয়ে তাঁদের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।



Discussion about this post