প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৬, ৫:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১১, ২০২৬, ১:২৯ অপরাহ্ণ
শ্রীপুরে মোবাইল ফোন কেড়ে নেওয়ায় বাবা- মায়ের সাথে অভিমান করে কিশোরীর আত্মহত্যা

রুবিয়া বেগম, (গাজীপুর শ্রীপুর) প্রতিনিধি:- ফোন ব্যবহার করতে নিষেধ করার অভিমানে এক কিশোরী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুর উপজেলার নগরহাওলা গ্রামে এ ঘটনা ঘটে। ওই কিশোরী নারায়ণগঞ্জের আলীগঞ্জ এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকাল ৯টার দিকে মোবাইল ফোন ব্যবহার নিয়ে বাবা-মার সঙ্গে ওই কিশোরীর মনোমালিন্য হয়। এক পর্যায়ে তার থেকে মোবাইল ফোন কেড়ে নেয় বাবা-মা। ধারণা করা হচ্ছে, মোবাইল ফোন কেড়ে নেওয়ারঅভিমানে আজ সকালে সে আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে মরদেহ মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হেয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]