প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৬, ৬:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১২, ২০২৬, ৭:০৫ পূর্বাহ্ণ
গাজীপুর–৩ আসনে স্বতন্ত্র প্রার্থী, আলহাজ্ব অধ্যক্ষ ইজাদুর রহমান মিলনের মনোনয়ন বৈধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:- গাজীপুর–৩ সংসদীয় আসনে আলহাজ্ব অধ্যক্ষ ইজাদুর রহমান মিলনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তার প্রার্থী হতে আর কোনো আইনগত বাধা রইল না। এর আগে নির্বাচন কমিশন যাচাই-বাছাই শেষে আলহাজ্ব অধ্যক্ষ ইজাদুর রহমান মিলনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছিল। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি আপিল করেন। সোমবার (১২ জানুয়ারি) নির্বাচন কমিশনের আপিল কর্তৃপক্ষ আপিল শুনানি শেষে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। নির্বাচন কমিশন সূত্র জানায়, আপিল নিষ্পত্তির মাধ্যমে কমিশনের পূর্ববর্তী সিদ্ধান্ত সংশোধন করা হয়েছে এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে অধ্যক্ষ ইজাদুর রহমান মিলনের অংশগ্রহণে আর কোনো বাধা নেই। নোনয়ন বৈধ ঘোষণার খবরে গাজীপুর–৩ আসনে তার সমর্থক ও নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তারা এ সিদ্ধান্তকে ন্যায়বিচারের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন এবং আসন্ন নির্বাচনে সক্রিয় প্রচারণায় নামার ঘোষণা দেন। এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, কমিশনের সিদ্ধান্তের পর প্রার্থিতা চূড়ান্ত হওয়ায় গাজীপুর–৩ আসনে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও জমবে বলে ধারণা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]