বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: আসন্ন গণভোট ২০২৬ সফল ও অংশগ্রহণমূলক করতে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে জনসচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
লিফলেট বিতরণ কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করেন আলমডাঙ্গা পৌরসভার সম্মানিত প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট পান্না আক্তার মহোদয়। তিনি পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও ওয়ার্ডে গিয়ে সাধারণ মানুষের হাতে গণভোট সংক্রান্ত তথ্যসম্বলিত লিফলেট তুলে দেন এবং গণভোটে অংশগ্রহণের গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্তভাবে দিকনির্দেশনা প্রদান করেন।এ সময় তিনি বলেন, “গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। জনগণের সচেতন ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই একটি গ্রহণযোগ্য ও সফল গণভোটের প্রধান শর্ত। সে লক্ষ্যে পৌরসভা জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।”লিফলেটে গণভোটের তারিখ, ভোটারদের করণীয়, ভোটদানের নিয়মাবলি এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান তুলে ধরা হয়। স্থানীয় জনগণ পৌরসভার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম গণভোট সম্পর্কে সাধারণ মানুষের বিভ্রান্তি দূর করতে সহায়ক হবে। পৌরসভা সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে আলমডাঙ্গা পৌর এলাকার সকল ওয়ার্ডে এ জনসচেতনামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫