
রুবিয়া বেগমঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া পূর্বখন্ড এলাকায় একটি ভাড়া বাসার রান্নাঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) ভোর সকাল ৬টার দিকে উপজেলার কেওয়া পূর্বখন্ড গ্রামের মামুনের ভাড়া বাসার রান্নাঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম সুমন (২৫)। তিনি বরিশালের হিজলা উপজেলার খুন্না গোবিন্দপুর গ্রামের শাজাহানের ছেলে। সুমন শ্রীপুর উপজেলার কেওয়া পূর্বখন্ড গ্রামের মান্নান কাজীর বাড়িতে ভাড়া থেকে গেটওয়ে সিরামিকস কোম্পানিতে চাকরি করতেন।
স্থানীয় বাসিন্দারা জানান, রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে মোবাইল ফোন কেনার উদ্দেশ্যে বাসা থেকে বের হন সুমন। এরপর রাতে আর তিনি বাসায় ফিরে আসেননি। সোমবার সকালে তার ভাড়া বাসার পাশের আরেকটি ভাড়া বাসার রান্নাঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা।
নিহতের ছোট ভাই শুভ জানান, রোববার সন্ধ্যায় ছয় হাজার টাকা ও শীতের জমানো অর্থ নিয়ে বাটন মোবাইল ফোন কেনার জন্য বাসা থেকে বের হন তার ভাই। পরে আর বাসায় ফেরেননি। তিনি অভিযোগ করে বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে তার ধারণা। এ বিষয়ে তিনি থানায় এসেছেন।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হালিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



Discussion about this post