বশিরুল আলম,আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকেঃ
আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: আলমডাঙ্গা উপজেলার ১৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অংশগ্রহণে বছরের প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব পান্না আক্তার। তিনি তার বক্তব্যে বলেন, “মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কার্যক্রম, যেখানে শিক্ষকদের সচেতন ভূমিকা সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।”তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তক নির্ভর জ্ঞান নয়, বরং নৈতিকতা, দায়িত্ববোধ ও নাগরিক সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ আলাউদ্দীন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে নিয়মিত সমন্বয় সভা, অভিজ্ঞতা বিনিময় এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।
সভায় উপস্থিত প্রধান শিক্ষকরা শিক্ষা কার্যক্রমের বর্তমান চ্যালেঞ্জ, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, পাঠদানের আধুনিক পদ্ধতি এবং বিদ্যালয় ব্যবস্থাপনা বিষয়ে নিজেদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।
সভা শেষে অংশগ্রহণকারী শিক্ষকরা এ ধরনের সমন্বয় সভা শিক্ষার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫