প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৬, ১০:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১২, ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ণ
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ এ তাৎক্ষণিক অভিনয়ে জেলা সেরা সায়মুম আরাফাত স্বপ্নীল

বশিরুল আলম,আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার অংশ হিসেবে অনুষ্ঠিত তাৎক্ষণিক অভিনয় প্রতিযোগিতায় অসামান্য সাফল্য অর্জন করেছে আলমডাঙ্গা সরকারি কলেজের ছাত্র সায়মুম আরাফাত স্বপ্নীল। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সে প্রথমে উপজেলা পর্যায়ে এবং পরবর্তীতে জেলা পর্যায়েও প্রথম স্থান অধিকার করে নিজের প্রতিভা ও দক্ষতার স্বাক্ষর রাখে। তার এ কৃতিত্বে গর্বিত পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান আলমডাঙ্গা সরকারি কলেজ এবং আলমডাঙ্গা উপজেলা। সায়মুম আরাফাত স্বপ্নীল আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোঃ বশিরুল আলম এবং সহকারী শিক্ষক মাহাবুবা আক্তার সুমি–এর একমাত্র সন্তান। পরিবারিক পরিবেশ, শিক্ষাবান্ধব মনোভাব ও সাংস্কৃতিক চর্চাই তার এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সাংস্কৃতিক অঙ্গনে তার নিষ্ঠা, আত্মবিশ্বাস ও তাৎক্ষণিক অভিনয় দক্ষতা বিচারকদের দৃষ্টি আকর্ষণ করে। অল্প সময়ের মধ্যে চরিত্র ধারণ, সংলাপ ও আবেগ প্রকাশে তার সাবলীলতা প্রশংসিত হয়। ভবিষ্যতে শিল্প-সংস্কৃতির পাশাপাশি শিক্ষা ও মানবিক মূল্যবোধে নিজেকে আরও সমৃদ্ধ করে দেশ ও সমাজের জন্য একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে চায় সায়মুম আরাফাত স্বপ্নীল। সে তার এ সাফল্যের জন্য মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের নিকট দোয়া কামনা করেছে।এ অর্জন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চায় উৎসাহ জোগাবে বলে মনে করছেন শিক্ষক, সংস্কৃতিকর্মী ও সুধীজনেরা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]