প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৬, ১১:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১২, ২০২৬, ১২:২২ অপরাহ্ণ
সোনারগাঁওয়ে ছাত্র হত্যা সহ ৩ মামলার আসামী ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মামুন

নিজস্ব প্রতিনিধি:- নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে বৈদ্যের বাজার ইউনিয়ননের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মামুন । যিনি মডেল মামুন নামে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ সকল কর্মীদের কাছে পরিচিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র হত্যার দায়ে সোনারগাঁও এবং ফতুল্লা থানায় দায়ের করা তিনটি মামলার একটি যাত্রাবাড়ী থানায় (মামলা নং ৪৭ ) ১৪৪ নম্বর আসামী এবং অপরটি সোনারগাঁও থানায় (মামলা ২২-০৮-২০২৪) ৮৬ নম্বর আসামী বাকি একটি ফতুল্লা থানায় থাকলেও জামিন ছাড়াই প্রকাশ্যে ঘুরে বেড়ান তিনি। আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে সোনারগাঁও থানার পুলিশ এবিষয়ে রহস্যজনক নীরব ভূমিকা পালন করায় ছাত্র হত্যা মামলার বাদী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত আহত ও নিহতদের পরিবার এবং সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। এ বিষয়ে তথ্য সংগ্রহে কথা বলেন আন্দোলনের সাথে সম্পৃক্ত এলাকাবাসী। তারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মামুন এভাবে প্রকাশ্যে ঘুরে বেড়ানোর বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর নিস্তব্ধতায় চরম হতাশা ব্যক্ত করেন। স্থানীয়দের সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের অধিকাংশ নেতা পলাতক ও গা ঢাকা দিলেও বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মেম্বারগন ৫ আগস্টের পর সাময়িক নিশ্চুপ থাকলেও, এখন অনেকটা বেপরোয়া। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুন হত্যা মামলা সহ তিনটি মামলার আসামী, অথচ পুলিশ তাকে গ্রেফতার করে না! অনেকটা নির্ভয়ে তিনি গোপনে সাবেক ফ্যাসিস্ট সরকারের পক্ষ হয়ে সোনারগাঁওয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরী করার জন্য কাজ করছেন। মেম্বার থাকাকালীন তিনি আওয়ামী লীগ আমলে সাবেক এমপিদের আতাত করে তার এলাকার সকল কল-কারখানার ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। এমন একজন মানুষ কীভাবে এখনো ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়ে বহাল তবিয়তে আছেন এব্যাপারে বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয়রা। এব্যাপারে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, আমাদের ইউনিয়ন পর্যায়ে থানার বিট অফিসারকে বলা আছে, তাদের সুস্পষ্ট নির্দেশনাও দেয়া আছে যে হত্যা মামলার আসামীর খোঁজ পাওয়া গেলেই তাকে গ্রেফতার করার জন্য। আর ছাত্র হত্যা মামলার অন্য কোনো আসামি খোঁজ পাওয়া গেলে আমাকে তথ্য দিলে আমি ব্যবস্থা নিতে পারবো। এবিষয়ে আমাদের তদন্ত অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]