প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৬, ১১:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১২, ২০২৬, ১:০৭ অপরাহ্ণ
নাটোরে ১৫০ বছরের ঐতিহ্যবাহী গাঁওয়ালী শিন্নি উৎসব অনুষ্ঠিত

আল আমিন, নাটোর প্রতিনিধি:- নাটোর সদর উপজেলার ভাতুরিয়া গ্রামে অনুষ্ঠিত হলো প্রায় ১৫০ বছরের ঐতিহ্যবাহী গাঁওয়ালী শিন্নি উৎসব।ভাতুরিয়া গ্রামের ২৬টি সমাজের প্রায় ৬০০ পরিবার অংশ নেয় এই শিন্নি উৎসবে। আজ সোমবার ভোর থেকে শুরু হয় এই শিন্নি উৎসব। স্থানীয় বাসিন্দা সেলিম উদ্দিন জানান, এই শিন্নি উৎসবে অংশ নিয়েছে প্রতিটি সমাজের ২৫ থেকে ৫০ ঘর পরিবার। প্রতিটি পরিবার সর্বনিম্ন দুটি করে শিন্নির ভাগ নিয়েছেন। প্রতি ভাগ শিন্নির চাঁদা আর চাল মিলে প্রায় ২০০ টাকা পরিশোধ করেছেন। প্রতিটি সমাজে একটি করে মোট ২৬টি খাসি কেনা হয়েছে। প্রতিটি খাসির দাম ১০ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত৷ তিনি জানান, সোমবার ভোর থেকে খাসি জবাই, মাংস তৈরির পর ওই মাংস দিয়ে ঝাল শিন্নি রান্না করা হয়। পরে দুপুর থেকে বিতরণ করা হয় এই শিন্নি। ভাতুরিয়া গ্রামের বাসিন্দা ইমতিয়াজ শিন্নি উৎসবের ইতিহাস বলতে গিয়ে জানান, কথিত আছে- প্রায় দেড় শ বছর আগে ওই গ্রামে কলেরার প্রাদুর্ভাব হয়। এতে অনেক মানুষ মারা যান। এ নিয়ে স্থানীয় অধিবাসীরা যখন দিশেহারা তখন আতব্দি ফকির নামে এক আলেম গ্রামবাসীদের শিন্নি করে দোয়ার আয়োজন করার পরামর্শ দেন। তার পরামর্শমতে ওই শিন্নি করার পর ধীরে ধীরে অসুস্থরা সুস্থ্য হয়ে ওঠেন। এক সময় কেটে যায় কলেরার সেই প্রাদুর্ভাব। সেই থেকে ওই শিন্নির প্রচলন বংশ পরস্পরায় চলমান রাখা হয়েছে।
তিনি জানান, ওই আলেমের পরামর্শ মোতাবেক গ্রামটিতে বছরে একবার ঝাল শিন্নি আর একবার মিষ্টি শিন্নির আয়োজন চলে আসছে। স্থানীয় গৃহবধু শিখা খাতুন জানান, শিন্নি উৎসবটি তাদের ঈদের চেয়েও বেশি জাকজমক হয়। প্রতিটি বাড়িতে আত্মীয়-স্বজন আসেন কয়েকদিন আগেই। শিন্নি ঘিরে গ্রামজুড়ে উৎসবের আমেজ সৃষ্টি হয়।
গ্রামপ্রধান ও স্থানীয় ইউপি মেম্বর নাদিম উদ্দীন জানান, শিন্নি উৎসব উপলক্ষে প্রতিটি বাড়িতে এসেছেন জামাই-মেয়ে-নাতি-নাতনীসহ স্বজনরা। তাদের দেখাদেখি পাশের বিভিন্ন গ্রামেও এখন আয়োজন হয় গাঁওয়ালী শিন্নি। ওই শিন্নি উৎসবে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক-সামাজিক নেতারা। এটা শুধু এখন আর উৎসব নয়, বরং এর মাধ্যমে মানুষে মানুষে সৃষ্টি হয় ভাতৃত্ব,সবাই ভুলে যান ভেদাভেদ। এমন উৎসবের আমেজ ধীরে ধীরে ছড়িয়ে পড়বে পুরো দেশে, এমন প্রত্যাশা করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]