
বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:- আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা জাসাসের সভাপতি আনোয়ারুল ইসলাম সাগর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশরাফ জাহান আবেদ। আলোচনা সভায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে জাতীয়তাবাদী আদর্শকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়া এবং বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে জাসাসের করণীয় ও ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, জাসাস শুধু একটি সাংস্কৃতিক সংগঠন নয়, এটি জাতীয়তাবাদী আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষায় সাংস্কৃতিক অঙ্গন থেকে সক্রিয় ও ঐক্যবদ্ধ ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা। এ সময় আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা জাসাসের সহ-সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ইউনুস আলি মন্ডল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানসহ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাগরিবুর রহমান। প্রাণবন্ত আলোচনা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।



Discussion about this post