বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে: শীতার্ত এতিম শিশুদের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগ হিসেবে আলমডাঙ্গা উপজেলার নওদা বন্ডবিল এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আলমডাঙ্গা উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব পান্না আকতার মহোদয়ের পক্ষে এই কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. বশিরুল আলম। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সম্পাদক মীর ফাহিম ফয়সালসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, শীত মৌসুমে সমাজের অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানবিক উদ্যোগের মাধ্যমে এসব শিশুদের কষ্ট কিছুটা হলেও লাঘব করা সম্ভব। এ সময় এতিমখানার শিশুদের মাঝে কম্বল পেয়ে তারা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করে। সংশ্লিষ্টরা এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫