
বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: আলমডাঙ্গা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। এ সময় তিনি দেশ ও জাতির সার্বিক কল্যাণে ইসলামী রাজনীতির প্রয়োজনীয়তা, ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জামায়াতে ইসলামীর ভূমিকা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
মতবিনিময় সভায় অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, “দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সৎ, দক্ষ ও ন্যায়পরায়ণ নেতৃত্ব প্রতিষ্ঠা জরুরি। জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়তে জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।” তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সত্য ও ন্যায়ের পক্ষে ভূমিকা রাখার আহ্বান জানান। সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আইন বিষয়ক সম্পাদক দারুচ্ছালাম, যুব বিষয়ক সম্পাদক শেখ নুর মোহাম্মদ টিপু, জেলা প্রচার সম্পাদক মফিজুর রহমান, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর শফিউল আলম বকুল, পৌর সেক্রেটারি মামুন রেজাসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও প্রেসক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি মোঃ বশিরুল আলম, সাধারণ সম্পাদক রুনু খন্দকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফাহিম ফয়সাল, কোষাধ্যক্ষ হাসিবুল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব, সাহিত্য বিষয়ক সম্পাদক সাংবাদিক কবি গোলাম রহমান চৌধুরী, সিনিয়র সাংবাদিক শেখ শফিউজ্জামান ও সাংবাদিক বহুরুলসহ অন্যান্য সদস্যরা।
মতবিনিময় সভায় সাংবাদিকরা এলাকার উন্নয়ন, গণমাধ্যমের স্বাধীনতা, গণতন্ত্র ও সুশাসন নিয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। জবাবে প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল স্বচ্ছতা ও জবাবদিহিতার রাজনীতি প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন। সভা শেষে অতিথিদের সঙ্গে সাংবাদিকদের সৌহার্দ্যপূর্ণ আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।



Discussion about this post