বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকেঃ গতকাল ১২ জানুয়ারি কবি,গল্পকার, ঔপন্যাসিক ও সাংবাদিক আনোয়ার রশীদ সাগর-এর জন্মদিন পালিত হয়েছে। তিনি জন্মগ্রহণ করেন ১৯৬৫ সালের এই দিনে চুয়াডাঙ্গা জেলার বড়ো বোয়ালিয়া গ্রামে। তাঁর পিতা প্রয়াত আবুল হোসেন এবং মাতা প্রয়াত খোদেজা বেগম। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাজীবন শুরু করে তিনি হাট বোয়ালিয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং মেহেরপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। ছাত্রজীবনে বাম রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও জীবনের নানা ঘাত-প্রতিঘাত ও রাজনৈতিক অস্থিরতা তাঁকে ধীরে ধীরে সাহিত্যের দিকে ফিরিয়ে আনে। শুরুতে কবিতা ও ছড়া লিখলেও পরবর্তীতে গল্প লেখায় তিনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। যশোর থেকে প্রকাশিত দৈনিক স্ফুলিঙ্গ-এ তাঁর প্রথম লেখা প্রকাশিত হয়। এরপর জাতীয় ও আঞ্চলিক বিভিন্ন দৈনিক ও সাহিত্য পত্রিকায় নিয়মিত লেখালেখি করে নিজস্ব সাহিত্যভুবন নির্মাণ করেন।এ পর্যন্ত তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে ৮টি গল্পগ্রন্থ, ৮টি কবিতার বই, ৪টি উপন্যাস এবং ১০১টি অণুগল্প নিয়ে প্রকাশিত আলোচিত গ্রন্থ “অণুগল্পের এক’শো একশয্যা”। গল্পগ্রন্থ “জাতিস্মর”, “সূর্যাস্তের দ্বিতীয় পর্ব” এবং উপন্যাস “খোলাচুলে বনলতা” বিশেষভাবে উল্লেখযোগ্য। সাহিত্যকৃতির স্বীকৃতিস্বরূপ তিনি চলনবিল সাহিত্য পুরস্কার ও পারারপার গল্পকার পুরস্কার লাভ করেছেন। বর্তমানে তিনি হারদী মীর শামসুদ্দীন আহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে অবসরপ্রাপ্ত। মানুষের জন্য, জীবনের জন্য এবং সমাজ বদলের প্রত্যাশায় তিনি এখনও নিয়মিত সাহিত্যচর্চায় সক্রিয় রয়েছেন। আপনি চাইলে আমি এটিকে
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫