বশিরুল আলম,আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকেঃ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মহোদয়ের উদ্যোগে আলমডাঙ্গা শহরের বিভিন্ন এলাকায় সম্প্রতি পরিচালিত হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নকরণ কর্মসূচি। শহরের প্রধান সড়ক, বাজার এলাকা ও জনসমাগমস্থলে এই কর্মসূচির মাধ্যমে ময়লা-আবর্জনা অপসারণ, নালা পরিষ্কার এবং পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হয়।
কর্মসূচিতে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এতে শহরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষার বিষয়টিও গুরুত্ব পায়।
স্থানীয় বাসিন্দারা মনে করছেন, এমন উদ্যোগ নিয়মিতভাবে বাস্তবায়িত হলে আলমডাঙ্গা শহর আরও পরিচ্ছন্ন, বাসযোগ্য ও স্বাস্থ্যসম্মত নগরীতে রূপ নেবে। প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তারা আশাবাদ ব্যক্ত করেন যে, পরিচ্ছন্নতা কর্মসূচি ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলমান থাকবে।পরিবেশ রক্ষা ও সুস্থ নগর জীবন গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণই পারে এই উদ্যোগকে টেকসই করতে—এমনটাই প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫