
মোঃ ফজলুল কবির গামা, বিশেষ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে পুলিশের পোশাক পরে ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। গভীর রাতে অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে মালামাল লুটে নিয়ে পালানোর সময় মোঃ শান্ত শেখ (২৭) নামে একজন আটক করে স্থানীয়রা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। রোববার (দিবাগত) রাত সাড়ে তিনটার দিকে উপজেলার এসবিকে ইউনিয়নের বজরাপুর গ্রামের মৃত নুর মোহাম্মদ ঢালীর ছেলে মোঃ আবুল হোসেনের বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে। আটক মোঃ শান্ত শেখ ঝিনাইদহ সদর উপজেলার কাস্টসাগরা গ্রামের কামরুল শেখের ছেলে।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গভীর রাতে ৫ থেকে ৬ জনের একটি সংঘবদ্ধ দল বজরাপুর গ্রামের আবুল হোসেনের ঘরের গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা পরিবারের চার সদস্যকে মাথায় পিস্তল ঠেকিয়ে অবরুদ্ধ করে। পরে ওই ঘর থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
চক্রটির সদস্যরা পালিয়ে যাওয়ার সময় ওই বাড়ির লোকজন চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে স্থানীয়রা দুর্বৃত্তদের দলটিকে ধাওয়া করে একজনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে আটক ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা।
পুলিশ জানিয়েছে, আটক শান্ত শেখ সহ চক্রটির প্রত্যেকের পরনে পুলিশের ভুয়া পোশাক ছিল বলে স্থানীয়রা অভিযোগ করে। আটক ব্যক্তির প্রাথমিক স্বীকারোক্তি অনুযায়ী, এর আগের দিন (শনিবার) রাতে একই কৌশলে মহেশপুর উপজেলার ভালাইপুর গ্রামেও মালামাল লুটের ঘটনা সংঘটিত করে চক্রটি।
এসব তথ্য নিশ্চিত করে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লুট হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারের পাশাপাশি পালিয়ে যাওয়া চক্রটির অন্য সদস্যদের ধরতে অভিযান চলছে। এ ঘটনাকে ডাকাতি বলা যাবে না। সংঘবদ্ধ চুরি বা ছিনতাই বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।



Discussion about this post