
আল আমিন,নাটোর প্রতিনিধি :- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এ জনগণের অংশগ্রহণ নিশ্চিতকল্পে নাটোরের বাগাতিপাড়ায় ভাতাভোগীদের নিয়ে অবহিতকরণ সভা ও লাইভ ভেরিফিকেশন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলার ৪নং দয়ারামপুর ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা এবং দয়ারামপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক আশেক এসবি সাত্তার ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা অনুপ চক্রবর্ত্তী প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন বলেন, “গণভোট ২০২৬ সফল করতে ভোটারদের সচেতনতা বৃদ্ধি, নির্বাচনকালীন আচরণবিধি প্রতিপালন ও নির্বাচন সংক্রান্ত তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া জরুরি। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।



Discussion about this post