
নিজস্ব প্রতিবেদক :- চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ অর্থসহ দুইজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ জানুয়ারি ২০২৬ ইং তারিখ বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে আলমডাঙ্গা থানার এসআই (নিঃ) মোঃ মনিরুল হক হাওলাদার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানার আওতাধীন এলাকায় মাদকদ্রব্য বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানাধীন স্টেশনপাড়াস্থ বাবু মোল্লা মার্কেটের পেছনে মোঃ ফারুকের পুকুর পাড়ে অভিযান চালানো হয়।
অভিযানকালে ওই স্থান থেকে ৭০ (সত্তর) পিচ নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ২ হাজার ১৮০ টাকা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকেই দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—
১। মোঃ সাজ্জাদুল আলম ছপু (৪২), পিতা- মৃত মহর আলী বিশ্বাস, সাং- স্টেশনপাড়া, থানা- আলমডাঙ্গা।
২। শ্রী অন্তর ঘোষ (৩২), পিতা- শ্রী অশোক ঘোষ, সাং- ক্যানেলপাড়া
(টকিজ সিনেমা হল রোড), থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গা। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও নগদ অর্থ যথাযথভাবে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মামলা নং-১২,তারিখ-১২/০১/২০২৬ খ্রিঃ, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) সারনির ১৯(ক) ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত মোঃ সাজ্জাদুল আলম ছপুর বিরুদ্ধে মাদক ও চুরিসহ মোট ১১টি মামলা এবং শ্রী অন্তর ঘোষের বিরুদ্ধে মাদক ও চুরিসহ মোট ৭টি মামলা রয়েছে। আলমডাঙ্গা থানা পুলিশ জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।


Discussion about this post