প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৬, ৯:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৪, ২০২৬, ৬:৩৫ পূর্বাহ্ণ
দেশীয় জাত ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে প্রাণিসম্পদে টেকসই উন্নয়নের আহ্বান

বশিরুল আলম,আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: দেশীয় জাত সংরক্ষণ ও আধুনিক প্রযুক্তির কার্যকর প্রয়োগের মাধ্যমে প্রাণিসম্পদ খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করার আহ্বানের মধ্য দিয়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পালিত হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠান।“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১৪ জানুয়ারি ২০২৬) আলমডাঙ্গা উপজেলা পরিষদের সভাকক্ষে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,“প্রাণিসম্পদ খাত শুধু পুষ্টি ও কর্মসংস্থানের যোগানদাতা নয়, এটি গ্রামীণ অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। দেশীয় জাত সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে এ খাত আরও লাভজনক ও পরিবেশবান্ধব হয়ে উঠবে।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এস. এম. মাহমুদুল হক। সভাপতির বক্তব্যে তিনি বলেন,“দেশীয় জাতের গবাদিপশু তুলনামূলকভাবে রোগ প্রতিরোধে সক্ষম এবং স্থানীয় পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার বিশেষ ক্ষমতা রাখে। আধুনিক প্রযুক্তি ও উন্নত খামার ব্যবস্থাপনার মাধ্যমে এসব জাতের উৎপাদনশীলতা বাড়ানো গেলে খামারিরা অর্থনৈতিকভাবে আরও লাভবান হবেন।”অনুষ্ঠানে প্রাণিসম্পদ উন্নয়ন, আধুনিক খামার ব্যবস্থাপনা, টিকাদান কার্যক্রম, কৃত্রিম প্রজনন পদ্ধতি এবং নিরাপদ পশু খাদ্য ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি খামারিদের সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলাউদ্দিন আহমেদ, পি আই ও মৌদুদ খাঁ, খাদ্য কর্মকর্তা জিনাত জাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার, উপজেলা মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম খান, পরিসংখ্যান কর্মকর্তা মফিজুল ইসলাম, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোঃ বশিরুল আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফাহিম ফয়সাল,সোনালী ব্যাংকের কর্মকর্তা রায়হান উদ্দিন, আলমডাঙ্গা মানবাধিকার সংগঠনের সভাপতি মোঃ আল আমিন পরশ, কসাইখানা পরিদর্শক সিরাজুল ইসলাম এবং উপজেলা মসজিদের ইমাম মাওলানা মাসুদ কামাল। সমাপনী অনুষ্ঠানটি বাস্তবায়ন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। অনুষ্ঠানে অর্থায়ন করে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ। আয়োজনে সহযোগিতা করে উপজেলা প্রশাসন, আলমডাঙ্গা। অনুষ্ঠান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, এ ধরনের আয়োজন প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং দেশীয় জাত সংরক্ষণ ও উন্নয়নে খামারিদের আরও উৎসাহিত করবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]