
বশিরুল আলম,আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে:- উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক পান্না আক্তার মহোদয়ের উদ্যোগে বুধবার (১৪ জানুয়ারি) আলমডাঙ্গা শহরের বিভিন্ন এলাকায় সম্প্রতি পরিচালিত হচ্ছে পরিষ্কার-পরিচ্ছন্নকরণ কর্মসূচি। শহরের প্রধান সড়ক, বাজার এলাকা ও জনসমাগমস্থলে এই কর্মসূচির মাধ্যমে ময়লা-আবর্জনা অপসারণ, নালা পরিষ্কার এবং পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হয়। কর্মসূচিতে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এতে শহরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষার বিষয়টিও গুরুত্ব পায়। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোঃ বশিরুল আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফাহিম ফয়সাল, পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর মাহফুজ রানা, মামুনুর রহমানসহ অনেক। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, এমন উদ্যোগ নিয়মিতভাবে বাস্তবায়িত হলে আলমডাঙ্গা শহর আরও পরিচ্ছন্ন, বাসযোগ্য ও স্বাস্থ্যসম্মত নগরীতে রূপ নেবে। প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তারা আশাবাদ ব্যক্ত করেন যে, পরিচ্ছন্নতা কর্মসূচি ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলমান থাকবে। পরিবেশ রক্ষা ও সুস্থ নগর জীবন গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণই পারে এই উদ্যোগকে টেকসই করতে—এমনটাই প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের।



Discussion about this post