
আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তির সুযোগ পাওয়া এক কৃতি শিক্ষার্থীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সামাজিক ও সেবামূলক সংগঠন এসএমজে ওয়েলফেয়ার ফাউন্ডেশন। বুধবার (১৪ জানুয়ারি) সংগঠনের পক্ষ থেকে ওই শিক্ষার্থীর নিজ এলাকায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি মতিউর রহমান স্বাধীনসহ সংগঠনের অন্যান্য প্রতিনিধিরা। মেধাবী শিক্ষার্থীর এই অসামান্য সাফল্যে আনন্দ প্রকাশ করে সংগঠনের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা স্মারক হিসেবে একটি ইনডোর প্ল্যান্ট (চারাগাছ) উপহার দেওয়া হয়। উপহার প্রদানের মাধ্যমে শিক্ষার্থীকে প্রকৃতির প্রতি যত্নশীল থাকার পাশাপাশি ভবিষ্যতে সমাজ বিনির্মাণে ভূমিকা রাখার বার্তা দেওয়া হয়। সাক্ষাৎ শেষে এক অনানুষ্ঠানিক আড্ডায় শিক্ষার্থী তার সাফল্যের পেছনের গল্প ও ভবিষ্যৎ স্বপ্নের কথা তুলে ধরেন। এ সময় এসএমজে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি মতিউর রহমান স্বাধীন বলেন,“মেধাবীরাই আমাদের আগামীর সম্পদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া আমাদের পুরো এলাকার জন্য গর্বের বিষয়। আমরা চাই, এই তরুণ মেধাবীরা সাফল্যের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকেও মানুষের পাশে দাঁড়াক। তাদের উৎসাহিত করতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকারী সাবেক শিক্ষার্থী হাসানুল ইখতিয়ার কিরণ, মানবাধিকার কর্মী সাইদুল ইসলাম, এসএমজে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি শাওন হোসেন, সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজাসহ সংগঠনের অন্যান্য সক্রিয় সদস্যরা। ফাউন্ডেশনের এই ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করে শিক্ষার্থী ও তার এলাকাবাসী সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, এসএমজে ওয়েলফেয়ার ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি, ক্যারিয়ার গাইডলাইন সামিট, ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান কার্যক্রম, পাশাপাশি মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।



Discussion about this post