প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৬, ৯:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৪, ২০২৬, ১২:৩৩ অপরাহ্ণ
শীতবস্ত্র নিয়ে গ্রাম-গঞ্জের প্রত্যন্ত অঞ্চলে নাটোরের সিংড়ার ইউএনও

আল আমিন, নাটোর প্রতিনিধি:- নাটোরের সিংড়ায় শীতবস্ত্র নিয়ে গ্রাম-গঞ্জে ছুটে চলেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। রাতে শীতবস্ত্র নিয়ে প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছেন তিনি। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নে তৃতীয় লিঙ্গের বাসিন্দা ও মহেষচন্দ্রপুর এলাকার প্রতিবন্ধী শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ইউএনও আব্দুল্লাহ আল রিফাত। এছাড়াও বিভিন্ন ইউনিয়নে ঘুরে ঘুরে অসহায় ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু। ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, শীতে দুস্থ অসহায় ও দরিদ্র মানুষেরা খুবই কষ্টে আছে। তাই তাদের কথা চিন্তা করে গরম কাপড় নিয়ে পাশে দাঁড়াচ্ছি। যেকোনো দুর্যোগপূর্ণ অবস্থায় সাধারণ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব ও কর্তব্য। যতদিন শীত থাকবে ততদিন আমরা অসহায় মানুষের পাশে এভাবে শীতবস্ত্র নিয়ে উপস্থিত হবো।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]