প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৬, ১১:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৪, ২০২৬, ১:০৩ অপরাহ্ণ
নাটোরে নিখোঁজের চার দিন পর পুকুর থেকে এক আদিবাসী বৃদ্ধের মরদেহ উদ্ধার

আল আমিন, নাটোর প্রতিনিধি :- নাটোরে নিখোঁজের চার দিন পর এক পুকুর থেকে নিমাই পাহান (৬০) নামের এক আদিবাসী বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ১৪ জানুয়ারি বুধবার দুপুর ১২ টার দিকে সদর উপজেলার আব্দুলপুর গ্রামে এক পুকুর থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। নিমাই পাহান একই গ্রামের মৃত রঘু পাহাড়ের ছেলে।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ৪ দিন আগে আব্দুলপুর গ্রামের মৃত রঘু পাহাণের ছেলে নিমাই পাহান নিখোঁজ হন। বুধবার দুপুরে নাটোর সদরের আব্দুলপুর গ্রামের এক পুকুরে এক বৃদ্ধের মরদেহ ভাসতে দেখে পুলিশের খবর দেয় এলাকাবাসী। পুলিশ গিয়ে মরদেহের উদ্ধার করে তার একই এলাকার নিমাই পাহানের বলে পরিচয় সনাক্ত করে। মরদেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। অধিকতর তদন্তের স্বার্থে ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর আধুনিক হাসপাতাল মরগে প্রেরণ করা হয়। পুলিশ আরো জানায় অধিকতর তদন্তের পর এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]