প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৫, ১০:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৬, ২০২৪, ১:২৩ অপরাহ্ণ
কুড়ুলগাছি আদর্শ কৃষক সমবায় সমিতির নির্বাচন সভাপতি ইদ্রিস সম্পাাদক আ. হাকিম

খালেকুজ্জামান, স্টাফ রিপোর্টার: দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি আদর্শ কৃষক সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উৎসবমুখর পরিবেশে সমিতির অফিস প্রাঙ্গনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ইদ্রিস আলী সভাপতি ও আব্দুল হাকিম ম্যানেজার (সাধারণ সম্পাাদক) নির্বাচিত হয়েছেন। সকাল ৮ টায় ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলে বিকাল ৪টা পযর্ন্ত। এরপর ভোট গননা শেষে বিকেলে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন। ফলাফল ঘোষণার পর সকলে মিলে নব নির্বাচিত কমিটিকে বরণ করে নেন। এ নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ইদ্রিস আলী ও জাকির হোসেন, সহসভাপতি পদে সাজেদুর রহমান ও আফাজ উদ্দিন, ম্যানেজার পদে (সাধারণ সম্পাদক) আব্দুল হাকিম ও জিয়াউর রহমান। এতে (ছাতা) প্রতীকে ৩শো ৯ ভোট পেয়ে ইদ্রিস আলী সভাপতি নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুল হক জাকির (মোরগ) (প্রতীক) পেয়েছেন ২শো ২১ ভোট। (হরিণ প্রতীকে তিনশো ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছে সাজেদুর রহমান , নিকটতম প্রতিদ্বন্দী আফাজ উদ্দিন (আনারস) প্রতিকে পেয়েছেন ২শো ৩২ ভোট। (তালাচাবি) প্রতীকে ৩০৭ ভোট পেয়ে আব্দুল হাকিম ম্যানেজার (সাধারণ সম্পাদক) নির্বাচিত হয়েছে, তার নিকটতম প্রতিদ্বন্দী জিয়াউর রহমান পেয়েছেন ২৩২ভোট। এছাড়া নির্বাচনে (মাছ) প্রতীকে ৪৭ ভোট পেয়ে ১নং ওয়ার্ডের সদস্য নির্বাচিত হয়েছে মোঃ আবু আব্দুল্লাহ, নিকটতম প্রতিদ্বন্দ্বী ছামাদ আলী (ফুটবল ) প্রতীকে পেয়েছেন ১৭ ভোট। নির্বাচনে ২ হতে ৯ নম্বর পর্যন্ত সদস্য পদে কোন প্রতিদ্বন্দ্বিতা না থাকায়- ২নম্বর ওয়ার্ডে আব্দুল হামিদ, ৩ নম্বর ওয়ার্ডে হাসান আলী, ৪ নম্বর হাসেম আলী, ৫নম্বর ওয়ার্ডে শহিদুল ইসলাম, ৬নম্বর ওয়ার্ডে রমযান আলী, ৭নম্বর ওয়ার্ডে রবিউল ইসলাম, ৮নম্বর ওয়ার্ডে জামির হোসেন ও ৯ নম্বর ওয়ার্ডে আসিকুর রহমান সদস্য মনোনীত হয়। উল্লেখ্য এনির্বাচনে কুড়ুলগাছি আদর্শ কৃষক সমবায় সমিতির বর্তমান ভোটার সংখ্যা ছিল ৬৩৮জন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]