প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ১২:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৭, ২০২৪, ১২:০৯ অপরাহ্ণ
কোনাবাড়ীতে মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার

জুলফিকার আলী জুয়েল :: গাজীপুরের কোনাবাড়ীতে হযরত উম্মে হাবিবা(রাঃ)মহিলা মাদ্রাসা থেকে মোছাঃ সুমাইয়া আক্তার (১৩) নামের এক মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার করেছে কোনাবাড়ী মেট্রো থানা। ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছেন বলে জানিয়েছেন এস.আই তামিম। ঘটনাস্থলে সরজমিনে গিয়ে জানা গেছে গতকাল রাতে কোন এক সময় উক্ত মাদ্রাসা ছাত্রী মোছাঃ সুমাইয়া আক্তার (১৩) সেলিংফ্যানের সাথে গলায় কাপড় বেঁধে ঝুলিয়ে থাকতে দেখেন ঐ মাদ্রসার এক শিক্ষিকা তড়িঘড়ি করে নামিয়ে ফেলেন এবং মাদ্রাসার পরিচালক মোঃ ক্বারী মোহাম্মাদ শামিম সরকারকে জানায়। মাদ্রাসার পরিচালকের নিকট এই হত্যা কান্ড বিষয়ে জানতে চাইলে তিনি বলেন গতরাতে ফজরের নামাজ পড়তে ডাকতে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে ছাত্রীদের সহযোগিতায় লাশটি নামিয়ে আমাকে জানালে আমি থানায় খবর দেই এবং ছাত্রীর পরিবারে মোবাইলে বিষয়টি অবগত করি।
উক্ত ছাত্রীর বাবা ও চাচা এসে মোছাঃ সুমাইয়া আক্তার (১৩) এর লাশটি নিজ বাড়িতে নেওয়ার চেষ্টা করলে স্থানীয় জনগন এবং কয়েকজন অভিভাবক মূল ঘটনা জানতে চাইলে মাদ্রসা কর্তৃপক্ষের সাথে বাকবিতন্ড ও হাতাহাতি হয়। এ সময় ক্ষিপ্ত অভিভাবক ও স্থানীয় জনগন একজন শিক্ষিকাকে লাঞ্চিত করেছেন বলে গণমুখে জানা যায়। কয়েজন মাদ্রাসা ছাত্রীকে এ বিষয়ে জানতে চাইলে তারা বলে গতকাল খাবারের সময় একটি প্লেট সুমাইয়ার হাত থেকে পরে গিয়ে ভেঙে যায় তার জন্য ম্যাডাম তাকে অনেক মারধর করে এবং তাকে আলাদা রুমে আটকে রাখেন এরপর ফজরের নামাজের সয়ম তাকে আমরা মৃত অবস্থায় দেখি। এ বিষয়ে মোছাঃ সুমাইয়া আক্তার মীম এর পিতার নিকট হত্যা সম্পর্কে জানতে চাইলে তিনি কোন কথা বলতে রাজি হন নাই। বর্তমানে উক্ত হযরত উম্মে হাবিবা (রাঃ)মহিলা মাদ্রাসা সকল ছাত্রীদের ছুটি দিয়ে সাময়িক বন্ধ ঘোষনা করেছেন মাদ্রাসা কর্র্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]