নিজস্ব প্রতিবেদক :: কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ছাত্র-জনতার আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আজ শুক্রবার সকালে দেবিদ্বার উপজেলা পরিষদ হল রুমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ উপস্থিত থেকে এই আর্থিক সহায়তা প্রদান করেন।
অনুষ্ঠানে আস সুন্নাহ ফাউন্ডেশন ও এনআরবিসি ব্যাংকের সহযোগিতায় দুজন শহীদ ও ২২ জন আহতদের মাঝে ১৩ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এরআগে ১০ জন শহীদ পরিবারের মাঝে ২০ লাখ টাকা ও আহতদের মাঝে ৬ লাখ টাকা অর্থ প্রদান করা হয়।
এসময় হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘এমন কোনো নিহত ও আহত পরিবারের কেউ যেন অর্থ সহায়তা থেকে বাদ না পড়ে, তা নিয়ে আমরা কাজ করছি। বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে দেবিদ্বারের ১২ জন শহীদ পরিবারকে ২৪ লাখ টাকা ও আহতদের চিকিৎসার জন্য ১৫ লাখ টাকা দেওয়া হয়েছে। এছাড়াও সরকারিভাবে শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের সহায়তা প্রদানের কার্যক্রম চলছে।’
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা, এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রবিউল ইসলাম, আস সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিনিধি মাহমুদুল হাসান জুবায়ের, ছাত্রআন্দোলনের স্থানীয় সমন্বয়ক মুক্তাদির যারিফ সিক্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫