প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ২:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১, ২০২৪, ২:১৬ অপরাহ্ণ
আওয়ামীলীগ সরকারের খুনিদের দেশে ফিরিয়ে এনে ট্রাইব্যুনালে বিচার করতে হবে-সহকারী সেক্রেটারি জেনারেল

আল আমিন, নাটোর প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন বলেছেন, ফ্যাসিবাদ আওয়ামীলীগ সরকারের খুনিদের দেশে ফিরিয়ে এনে ট্রাইব্যুনালে বিচার করতে হবে। তারা নিরাপদ মানুষকে মিথ্যা মামলায় দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। তাদের অন্যায়ের বিরুদ্ধে যারা কথা বলেছে, তাকেই মিথ্যা মামলা দিয়ে জেল-জুলুম করা হয়েছে। আজ বুধবার বিকেলে জেলার লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ‘২৪ এর গণঅভ্যুত্থানে শহীদের বিচারের দাবীতে সমাবেশে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা রফিকুল ইসলাম খাঁন বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় টিকে থাকতে মানুষকে ভয়-ভীতি দেখিয়ে মুখ বন্ধ করে রেখেছিল। তারা ক্ষমতায় এসে ৫৭ জন বিডিআর কর্মকর্তাকে হত্যা করেছে। বিভিন্ন দলের নেতাকর্মীকে গুম, হত্যা করেছে। ট্রাইব্যুনালের বিচারের কাজ বিচারক করতেন না। তাদের লিখিত রায় বিচারকরা ঘোষণা করতো।
তিনি আরও বলেন, জামায়াতের সাবেক আমীর শহীদ মতিউর রহমান নিজামীকে মিথ্যা মামলায় ট্রাইব্যুনালের মাধ্যমে ফাঁসি দেওয়া হয়েছে। আওয়ামীলীগের এত পাপ-অন্যায় করেছে যে শেষ পর্যন্ত তারা পালিয়েছেন। ফ্যাসিবাদ আওয়ামীলীগ সরকারের খুনিদের দেশে ফিরিয়ে এনে ট্রাইব্যুনালে বিচার করতে হবে। সেজন্য বর্তমান অন্তবর্ত্তীকালীন সরকারের কাছে আমাদের অনুরোধ। দ্রুত খুনিদের দেশে ফিরিয়ে এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করতে হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখার আমীর ড: মীর নুরুল ইসলাম , বাংলাদেশ জামায়াতে ইসলামী লালপুর শাখার আমীর মাওলানা আবুল কালাম আজাদসহ দলীয় নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]