প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ৩:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০২৪, ১:০৩ অপরাহ্ণ
নাটোরের ট্রেনের ধাক্কায় গৃহবধূর মৃত্যু

আল আমিন, নাটোর প্রতিনিধি :- নাটোরের লালপুরে রেল লাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় রশিদা বেগম (৫৫) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল ৭টার দিকে উপজেলার নারায়ণপুর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রশিদা বেগম উপজেলার জোতদৈবকি এলাকার মহাসিন আলীর স্ত্রী। স্থানীয় সূত্রে জানাযায় নারায়ণপুর রেলগেট এলাকায় ট্রেন লাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনা স্থলে তার মৃত্যু হয়। নিহতের দেবর জানান, গতকাল বিষ্ণপুর ভায়ের মেয়ে সিমার বাড়িতে বেড়াতে যান রশিদা বেগম। আজ সকালে তার মামী শাশুড়ির মৃত্যু সংবাদ পেয়ে সীমার বাড়ি থেকে রেললাইন দিয়ে পায়ে হেঁটে নবীনগর আসার পথে গোপালপুর পৌরসভার নারায়ণপুর রেলগেটের নিকটে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তার হোসেন জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]