প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ২:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৪, ২০২৪, ৩:০০ অপরাহ্ণ
নাটোরে বিশুদ্ধ খাদ্য আদালতের সতর্কতামূলক অভিযান

আল আমিন, নাটোর প্রতিনিধি :- নাটোরে বিশুদ্ধ খাদ্য আদালতের সতর্কতামূলক অভিযান পরিচালিত হয়েছে। আজ সোমবার বিকেলে নাটোর শহরের বিভিন্ন হোটেল এবং রেস্তোরাঁ সহ প্রস্তুতকারী ও খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোতে এই অভিযান পরিচালনা করা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন আলী। এ সময় আদালতের সদস্যবৃন্দ বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও মিষ্টান্ন ভান্ডারসহ খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোতে ভেজাল অবৈধ বাসি পচা বিষাক্ত রং মিশ্রণকারী মানবদেহের জন্য ক্ষতিকর খাবার সংরক্ষণ এবং বিক্রয় না করার পরামর্শ দেন। তারা বলেন, প্রথমদিকে এই সতর্কতা অভিযান পরিচালনা করা হচ্ছে। এরপরে নির্দেশ অমান্য কারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]