প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৫, ৫:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৫, ২০২৪, ১২:১৬ অপরাহ্ণ
নাটোরে গণমাধ্যম কর্মীদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

আল আমিন,নাটোর প্রতিনিধি :- নাটোরে গণমাধ্যম কর্মীদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৫ নভেম্বরের মঙ্গলবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসকের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।মত বিনিময় সভায় নাটোরে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চাইলেন নবাগত জেলা প্রশাসক মিজ আসমা শাহীন। মতবিনিময় সভায় শুরুতেই নবাগত জেলা প্রশাসক নাটোরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে পরিচিত হন এবং শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি তার বক্তব্যে দুর্নীতি দূর করতে এবং দুর্নীতির বিরুদ্ধে সততার সাথে কাজ করতে নাটোরের গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চান। তিনি গণমাধ্যম কর্মীদের সহকর্মী হিসেবে পাশে চান। এর আগে নাটোরে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ জেলা প্রশাসকের কাছে তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় তার সাথে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাছুদুর রহমান সহ জেলা প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রুহুল আমিন রতন | মোবাঃ ০১৯১৫-০৯১৫২৯ , ০১৮৫৮-৩১০৮৩৫
© সম্পাদক ও প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত !! Email: [email protected]