
স্টাফ রিপোর্টারঃ দলীয় সাইনবোর্ড বদল করে গাজীপুর সিটি কর্পোরেশনের গাজীপুর সদর মেট্রো থানাধীন ২৭ নং ওয়ার্ডের চিহ্নিত লক্ষীপুরা এলাকায় দুইটি পরিবার হারুন ও ফারুকের পরিবারের সকল সদস্যরা প্রকাশ্যে চালিয়ে যাচ্ছে মরণ নেশা হেরোইন, ইয়াবা ও গাজার ব্যবসা। এই অবৈধ মাদক ব্যবসা করে অনেকেই হয়েছেন কোটিপতি। মাদকের ভয়াবহতা সম্পর্কে আমরা সকলেই জানি। এই মাদক সেবনের কারণেই দিন দিন বেড়েই চলছে চুরি, ছিনতাই, ডাকাতি, খুন-খারাবি সহ বিভিন্ন অনৈতিক কার্যকলাপ। অনুসন্ধান করে জানা গেছে, লক্ষীপুরা এলাকায় বর্তমানে পুরোদমে মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছে লক্ষীপুরা এলাকার মৃত আজগর আলীর দুই পুত্র কুখ্যাত মাদক ব্যবসায়ী হারুন ও তার স্ত্রী আশা, হারুনের পুুত্র কথিত যুবলীগ নেতা মিনহাজুল আবেদীন কনক এবং ফারুক তার পুত্র সায়েল, শুভ, সুমন। কোনোক্রমেই তাদের পারিবারিক কেন্দ্রিক এই মাদক ব্যবসা বন্ধ হচ্ছে না। এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, হারুন, স্ত্রী আশা, পুত্র কনক এবং ফারুক তার পুত্র সায়েল, শুভ, সুমন এদের এই পরিবারটির জন্য এই মাদক ব্যবসার কারণে এলাকার যুব সমাজ ধ্বংসের ধার প্রান্তে পৌঁছে যাচ্ছে। এলাকাবাসীর সাথে কথা বলে জানা আরও গেছে, তাদের বিরুদ্ধে সাধারণ জনগন মুখ খুললেই বিপদ, তাদের মাদক ব্যবসা বন্ধের জন্য কেউ প্রতিবাদ করলে তাদেরকে দেওয়া হয় বিভিন্ন রকম প্রাননাশের হুমকি। এমনকি প্রশাসনের লোকজন তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করলে প্রশাসনের বিরুদ্ধে নানাহ প্রকার মিথ্যা অভিযোগ তুলে প্রশাসনের লোকজনকে নাজেহাল করে। যেই কারণে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পায়না এলাকাবাসী। এদিকে একাধিকবার গনমাধ্যমে সংবাদ প্রকাশ করা হলেও তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া হয়নি বলে একাধিক সংবাদকর্মী এই প্রতিবেদককে জানান। এদিকে একটি সূত্র থেকে জানা গেছে, উল্লেখিত মাদক ব্যবসায়ীদের নামে একাধিক মামলা রয়েছে। মামলার বোঝা মাথায় নিয়ে তারা বীরদর্পে চালিয়ে যাচ্ছে রমরমা এই মাদকের ব্যবসা। তাই এলাকাবাসী কোমলমতি ছাত্র ও যুব সমাজকে রক্ষা করতে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উল্লেখিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বর্তমান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবাগত পুলিশ কমিশনারের নজর দাবী করেছে এলাকাবাসী।



Discussion about this post